যুদ্ধে পা হারানো রোকেয়া পেলেন উপহারের ঘর

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

স্বাধীনতা যুদ্ধে মাইন বিস্ফোরণে পা হারানো সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাটের রোকেয়া বেগম অবশেষে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। একটি খাস জায়গা ও একটি ঘরের আশায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো তার। ভিটেমাটি, নিজের কোনো ঘর না থাকায় বহু বছর ধরে চরম দুরবস্থার মধ্যে দিন পার করছিলেন তিনি। গতকাল সোমবার দুপুরে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় রোকেয়া বেগমকে উক্ত ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আলমগীর হোসেন, প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার নুরচ্ছফা, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, শওকত আলী জাহাঙ্গীর, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল করিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। রোকেয়া বেগম জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া খাসজমি ও একটি ঘরের আশায় প্রহর গুনছিলেন তিনি। অবশেষে ঘর পেয়ে আনন্দে আত্মহারা রোকেয়া বেগম প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, ইউএনও এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেল ভ্যানগাড়ির সংঘর্ষে যুবক নিহত
পরবর্তী নিবন্ধহাতির আক্রমণ বন্ধে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা যাবে না