হাতির আক্রমণ বন্ধে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা যাবে না

রাঙ্গুনিয়ায় উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

বন্য হাতি সংরক্ষণের লক্ষে রাঙ্গুনিয়ায় উদ্বুদ্ধকরণ সভা উপজেলার শিলক ইউনিয়নের এসএস রাজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২, রাউজানের আয়োজনে এবং রাঙ্গুনিয়া জোনাল অফিসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বন্যপ্রাণী হত্যা করলে পরিবেশের ভারসাম্য এবং জীব বৈচিত্র নষ্ট হবে। এছাড়া বন্য প্রাণী নিধন আইনত দন্ডনীয় অপরাধ। দেশকে খাদ্য শস্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি মাঠ হাতির আক্রমণ হতে রক্ষা করতে হবে। একই সাথে হাতিও রক্ষা করতে হবে। তাই হাতি আক্রমণ বন্ধে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা যাবে না। তবে হাতির আগমন বন্ধ করার জন্য বনের অভ্যন্তরে হাতির বিকল্প খাদ্য সংস্থান হিসেবে ব্যাপকভাবে কলা গাছ রোপণ করা যেতে পারে। হাতি আসলে তাড়ানোর জন্য ঢোল, আতশবাজি প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোল্লা মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস, সহকারী বন সংরক্ষক শীতল পাল, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খাঁন নুরুল ইসলাম, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির, রাঙ্গুনিয়া জোনাল অফিসের ডিজিএম মাধব নাগ, এজিএম ওএন্ডএম জুয়েল দাশ, এজিএম এমএস তওসিফ জামিল চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধে পা হারানো রোকেয়া পেলেন উপহারের ঘর
পরবর্তী নিবন্ধনাজিম উদ্দিনের কবরে উত্তর জেলা আ. লীগের শ্রদ্ধাঞ্জলি