যুগপৎ আন্দোলনের সূচনা হয়েছে : আমীর খসরু

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যুগপৎ আন্দোলনের সূচনা হয়েছে। এই আন্দোলনের লক্ষ্য একটাই, সরকারের পতন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর পল্লবীতে কালশি বালুর মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
আমির খসরু বলেন, যুগপৎ আন্দোলনে দেশের প্রায় সব দল একটি লক্ষ্য ঠিক করেছে। সেটা হলো ফ্যাসিস্ট সরকারের পতন। আর একটি লক্ষ্যমাত্রা হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি, সংসদ, সরকার নির্বাচন করবে। যে সরকার বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি থাকবে।
যুগপৎ আন্দোলন শুধু বিএনপির নয়, দাবি করে তিনি বলেন, এই আন্দোলন দেশের প্রতিটি মানুষের। এই আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে।
আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, তারা আওয়ামী সন্ত্রাসী হোক, অথবা অতি উৎসাহী সরকারি কর্মকর্তা হোক অথবা যেই হোক, সবাইকে দেশের জনগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পূর্ববর্তী নিবন্ধসবুজে ভরে দিতে হবে নগরকে
পরবর্তী নিবন্ধসংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না : কাদের