যুক্তিই হলো বিতর্কের ভিত্তি

প্রিমিয়ার ভার্সিটিতে বিতর্ক উৎসবের সমাপনী

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) উদ্যোগে নবম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ২৮টি বিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ১৮টি কলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ২৪ টি স্কুল অংশগ্রহণ করে। গতকাল শনিবার সকাল থেকে ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। চূড়ান্ত পর্ব উদ্বোধন করে ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। চূড়ান্ত পর্বে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল চ্যাম্পিয়ন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি রানার আপ হয়। আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ রানার আপ হয়। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং হবিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ও প্রক্টর আহমদ রাজিব চৌধুরী। পিইউডিএসএর চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. অনুপম সেন বলেন, যুক্তিই হলো বিতকের্র ভিত্তি। তিনি বলেন, সভ্যতার অগ্রগতিতে সাহিত্য ও সঙ্গীতের মতো বিতর্কেরও ভূমিকা রয়েছে। তিনি বলেন যুক্তিই হলো বিতর্কের ভিত্তি। স্বাগত বক্তব্য রাখেন পিইউডিএস-এর সভাপতি সৌমেন সরকার ও সাধারণ সম্পাদক আততিহারুল কবির তিহার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষা আন্দোলনে নারী
পরবর্তী নিবন্ধবেতাগী ইউনিয়ন আ. লীগের সম্মেলন হলেও হয়নি কমিটি