‘যাকেই দেখবো, গুলি করবো’

টিকটকে হুমকি মিয়ানমারের সেনাদের

| শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভরতদের মেরে ফেলার হুমকি দিতে মিয়ানমারের পুলিশ ও সৈন্যরা টিকটক ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ডিজিটাল রাইটস গ্রুপ মিয়ানমার আইসিটি ফর ডেভেলপমেন্ট (এমআইডিও)। তাদের এ অভিযোগের প্রেক্ষিতে চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি মিয়ানমারে সহিংসতা উসকে দিতে পারে এমন সব কনটেন্ট সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মাসের অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও এর সংশ্লিষ্ট সকল কিছুকে নিষিদ্ধ করার পর দেশটির সামরিক জান্তা অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর দিকে ঝুঁকতে শুরু করে। এমআইডিও জানিয়েছে, তারা ৮০০র বেশি সামরিক জান্তাপন্থি ভিডিও পেয়েছে যেগুলোতে মিয়ানমারের বিক্ষোভকারীদের ভয়ভীতি দেখানো হয়েছে। এর মধ্যে কিছু কিছু ভিডিও কয়েক লাখবারও দেখা হয়েছে। খবর বিডিনিউজের।
‘এটি খুবই ক্ষুদ্র অংশ,’ যে ভিডিওগুলো তারা পেয়েছেন সেগুলোর দিকে ইঙ্গিত করে বলেছেন এমআইডিও’র নির্বাহী পরিচালক হতাইকে হতাইকে অং। তিনি জানিয়েছেন, চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে ইউনিফর্ম পরিহিত সৈন্য ও পুলিশের এ ধরনের শত শত ভিডিও আছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এ ধরনের এক ডজনেরও বেশি ভিডিও দেখেছে, যেগুলোতে বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরিহিতরা অভ্যুত্থানের বিরোধিতা ও অং সান সুচিসহ বন্দিদের মুক্তির দাবি জানানো বিক্ষোভকারীদের হুমকি দিয়েছেন। ভিডিওগুলোর কোনো কোনোটিতে হুমকিদাতাকে বন্দুক উচিয়ে শাসাতেও দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধী শনাক্তে র‌্যাবের প্রযুক্তি ওআইভিএস যেভাবে কাজ করবে
পরবর্তী নিবন্ধরাউজানে ১৬ বছর আগের সড়ক দুর্ঘটনায় দণ্ডপ্রাপ্ত ট্রাকচালক গ্রেপ্তার