যন্ত্রশিল্পী সংস্থার আলোচনা সভা

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার উদ্যোগে শ্রীশ্রী বাণী অর্চনা উপলক্ষে নগরীর এনায়েত বাজারস্থ সঙ্গীত পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবারের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংবাদিক রূপম চক্রবর্তী, নিরুপম দাশগুপ্ত, শিক্ষক জয় প্রকাশ দে, ডা. সন্দীপন দাশ, সুমন দেবনাথ। সংবর্ধিত অতিথি ছিলেন সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী নোবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার সভাপতি লায়ন প্রবীর কুমার দত্ত সাজু। পরিচালনায় ছিলেন বাণী অর্চনা উদযাপন কমিটির আহ্বায়ক মিথুন চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অসীম বরন চন্দ বাপ্পী ও রূপ কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মসূচি
পরবর্তী নিবন্ধচবি চারুকলা ইনস্টিটিউটের প্রদর্শনীতে ফ্রান্সের রাষ্ট্রদূত