ময়নাতদন্ত

বনশ্রী বড়ুয়া | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

হলুদ মগজের পোস্টমর্টেম-
থ্যাঁতলানো ঘিলুতে রক্তাম্বর দাগ;
কারফিউ জারি করেছে একটা
সূর্যরাঙ্গা ভোর।

আপাতত কোথাও কেউ নেই-
রক্তের ছোপ ছোপ ছাপ মনে করিয়ে দেয়
হলুদ মগজেও ছিলে তুমি!

তোমার নীলচে শাড়ি
নদীর জলে ভাসছে কনডমের পচে
যাওয়া প্লাস্টিক!
পোয়াতি মাছের চোখে ঘোর
আত্নহত্যার দায় নিয়ে পালিয়েছে
সোনালী ইলিশ।

বাঁচিয়ে রাখার নামে তোমাকে
খুন করেছি প্রতি রাতে
কখনো শয্যায় কখনও অস্থিমজ্জায়।
ময়নাতদন্তে সেসব না পেলেও-
আমার হলুদ মগজে লেপ্টে আছে
নারী মুখের একদলা তরল থুতুু।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবা একটি মহৎ কাজ
পরবর্তী নিবন্ধআর কতো রক্ত ঝরলে ডিভাইডার হবে