সমাজসেবা একটি মহৎ কাজ

আবদুল কাদের | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

একজন শিশু সমাজে জন্মগ্রহণ করার মাঝে সমাজের আলো বাতাসে খেয়ে বেড়ে উঠে। মানুষ সামাজিক জীব হিসেবে সামাজিক পরিবেশে বেড়ে উঠার শিশুটির প্রতি পরিবারের পাশাপাশি সমাজেরও দায়িত্ব থাকে। তেমনি ভাবে সমাজের প্রতিও মানুষের সেবামূলক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সমাজে বিত্তশালী যেমন রয়েছে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যাও বেশ রয়েছে। এ দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সাহায্যে সহযোগিতা করা মানুষ হিসেবে মানবিক দায়িত্বের মাঝে পড়ে। যারা এ মহৎ কাজে নিজেদের জড়িয়েছেন তারাই সমাজসেবক হিসেবে সমাজে পরিচিত। সমাজের সকল মানুষ সমাজ সেবার কাজের মানসিকতা থাকে না। শুধু অর্থ থাকলে সেবা করা যায় না সেবার ইচ্ছে ও মানসিকতার উপর নির্ভর করে। আর্থিক ভাবে ধনবান কিন্তু মানবসেবার মানসিকতা না থাকলে সেবামূলক কাজ তাদের দিয়ে হয় না। সেবার কাজের ক্ষেত্রে প্রতিটি কাজের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা থাকতে হবে। তবে কাজের প্রতি দায়িত্বশীল বাড়বে। স্বেচ্ছায় সমাজের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করা। অবহেলিত সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষেরা সমাজসেবকদের কাজ থেকে সেবামূলক কাজ গ্রহণ করে থাকে। সমাজসেবকরা সমাজের মানুষের কাজ করে তৃপ্তি পায়। তারা সমাজে উচ্চ মর্যাদাবান মানুষের মনের মাঝে বেঁচে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল প্রচার পদ্ধতি প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধময়নাতদন্ত