ডিজিটাল প্রচার পদ্ধতি প্রসঙ্গে

মোঃ ইউনুছ আলী | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

একটা কথা প্রচলিত আছে -‘প্রচারেই প্রসার’। স্বভাবতই আমরা সবাই প্রচার করতে পছন্দ করি। এর জন্য আমরা সেই এনালগ যুগ থেকেই লিফলেট, ব্যানার, পোস্টার ছাপিয়ে নিজেদের বিভিন্ন বিষয় প্রচার করে আসছি। কিন্তু সময় বদলেছে, আমরা বদলেছি। আমরা ডিজিটাল যুগে প্রবেশ করলেও, আমাদের প্রচার করার পদ্ধতিটা এখন পাল্টে নি। আমরা আগের পুরাতন পোস্টারিং পদ্ধতিতেই পড়ে রয়েছি। ডিজিটাল যুগে এসে আমরা পুরাতন পোস্টারিং না করে অনলাইনে প্রচার করতে পারি। এতে আমাদের প্রচার, অর্থ এবং পরিবেশ সবকিছুর জন্য মঙ্গলজনক হবে। এই এনালগ পদ্ধতিতে পোস্টারিং করতে গিয়ে আমরা যত্রতত্র পোস্টার লাগিয়ে থাকি, এতে অনেক সুন্দর সুন্দর স্থাপনার নিজস্ব সৌন্দর্য হারিয়ে যায়। যার ফলে শহরে, গঞ্জে নানা জায়গায় এ চোখে পড়বে যে লেখা আছে ‘দয়ালে পোস্টার ও চিকা মারা নিষেধ’। কিন্তু আমরা এসব নিয়ম না মেনে বরং সেসব স্থানে পোস্টার লাগিয়ে থাকি। এতে দেখা যায় সত্যিকার অর্থেই আমাদের স্থাপনা, আমাদের শহরের সৌন্দর্য হ্রাস পাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য সুরক্ষায় ফুটপাতের খাবার বর্জন করতে হবে
পরবর্তী নিবন্ধসমাজসেবা একটি মহৎ কাজ