ম্যারাডোনার মৃত্যুতে যেন কাঁদছে ফুটবল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৫৮ পূর্বাহ্ণ

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে যেন কাঁদছে পুরো বিশ্ব। ফুটবল যেন হারিয়েছে তার রূপকে। বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনার পাশাপাশি পুরো বিশ্বে যেন শোকের মাতম। গত বুধবার মারা যান ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত এই আর্জেন্টাইন। ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের সারথীদের একজন ভালদানো। কদিন আগে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। সুস্থ হয়ে ফিরেছিলেন বাড়িতে। ভালদানো ভেবেছিলেন, এই যাত্রায় শঙ্কা কাটিয়ে উঠেছেন তার অধিনায়ক। ডিফেন্ডারকে ফাঁকি দিতে অভ্যস্ত ম্যারাডোনা এভাবে জীবনে ফাঁকি দিয়ে চলে যাবেন, ভাবতেও পারছেন না আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার সবাই আজ তার জন্য কাঁদছে। যারা ফুটবল ভালোবাসে, তারাও কাঁদছে। এমনকি তার বিদায়ে আজ ফুটবলও কাঁদছে। ম্যারাডোনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই সপ্তাহের সব ম্যাচেই তা করা হবে। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পর এক প্রতিক্রিয়ায় ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জানান, এই মুহূর্তে আর্জেন্টিনায় দেখা একটা ব্যানারের কথা মনে পড়ছে তার। বছর খানেক আগে ব্যানারটা দেখেছিলাম। সেখানে লেখা ছিল, তোমার জীবনে তুমি কি করেছো তা কোনো ব্যাপার নয় দিয়েগো, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি আমাদের জন্য যা করেছো। তিনি আমাদের যা দিয়েছেন সেটা নিখুঁতভাবে ফুটে উঠেছে এই লেখায়। সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার মাউরিসিও পচেত্তিনো লিখেছেন দিয়েগো আপনি আমার নায়ক ও বন্ধু। আপনার সঙ্গে ফুটবল ও জীবন ভাগ করতে পেরে আমি ভাগ্যবান। ভাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস যিনি একজন আর্জেন্টাইন এবং ফুটবল ভক্ত তিনি তার প্রার্থনায় ম্যারাডোনাকে স্মরণ করবেন। এক সময়ের সতীর্থ ও অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনের কাছে মারাদোনা স্বয়ং ফুটবল।

পূর্ববর্তী নিবন্ধআমার শরীরটা খুব খারাপ লাগছে
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড উপকূলে আটকা পড়া ১০০ তিমির মৃত্যু