নিউজিল্যান্ড উপকূলে আটকা পড়া ১০০ তিমির মৃত্যু

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৭:০০ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জের সৈকতে আটকা পড়া ৯৭টি তিমি ও তিনটি ডলফিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। চ্যাথাম দ্বীপপুঞ্জ নিউ জিল্যান্ডের পূর্ব উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। তিমি ও ডলফিনগুলোর বেশিরভাগই কয়েকদিন আগে আটকা পড়লেও দুর্গম ওই দ্বীপপুঞ্জে যেতে সময় লাগায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার নিউ জিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কনজারভেশন (ডিওসি) ৯৭টি পাইলট তিমি ও তিনটি ডলফিনের মৃত্যুর খবর নিশ্চিত করে। খবর বিডিনিউজের।
কর্মকর্তারা জানান, তারা রোববার এ তিমি ও ডলফিনগুলোর আটকা পড়ার খবর পেয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে ২৬টি তিমিকে জীবিত পেলেও সমুদ্রের পরিস্থিতি এবং আটকা পড়া তিমিগুলো সেখানে বিরাটাকৃতির সাদা হাঙরের ঝাঁক নিয়ে আসতে পারে এ আশঙ্কায় সেগুলোকে মৃত্যুমুখেই ছেড়ে আসতে হয়েছে, অবশ্য তাদের বেশিরভাগ এমনিতেও ভয়ানক দুর্বল হয়ে পড়েছিল, বলেছেন ডিওসির বায়োডাইভারসিটি রেঞ্জার জেমা ওয়েলচ। সামপ্রতিক বছরগুলোতে বিভিন্ন সমুদ্র উপকূলে শত শত তিমি আটকা পড়ছে। সেপ্টেম্বরের শেষে অস্ট্রেলিয়া উপকূলের অগভীর পানিতে কয়েকশ তিমির মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধম্যারাডোনার মৃত্যুতে যেন কাঁদছে ফুটবল
পরবর্তী নিবন্ধভারতজুড়ে কৃষক ধর্মঘট