মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত চট্টগ্রামের ৪৮৮১ প্রার্থী

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম দফায় অনুষ্ঠিত চট্টগ্রামসহ ২২ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক (যুগ্মসচিব) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে চট্টগ্রাম জেলার ৪ হাজার ৮৮১ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সহকারী শিক্ষক পদে চট্টগ্রামে মোট ৫৪ হাজার ৮৯৪ জন প্রার্থী আবেদন করে। এর মধ্যে গত ২২ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৪৮৬ জন প্রার্থী।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মোট ৪ হাজার ৮৮১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা পরবর্তী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে উত্তীর্ণ প্রার্থীদের জানিয়ে দেয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সারাদেশে মোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকরোনা সাথে নিয়ে আসছেন বিদেশ ফেরত অনেকেই