মোস্তাফিজের জায়গায় চেন্নাইতে ইংলিশ পেসার গ্লিসন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া ছাড়পত্র অনুসারে আইপিএলের চলতি মৌসুমে আর মাত্র ৪টি ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজুর রহমান। এরপর আর বাকি ম্যাচগুলোতে এই টাইগার পেসারকে দলে পাবে না চেন্নাই সুপার কিংস। যে কারণে বাধ্য হয়ে বিকল্প ক্রিকেটার খুঁজে বের করতে হয়েছে চেন্নাইকে। মোস্তাফিজের বদলি হিসেবে বাকি ম্যাচগুলোর জন্য ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকে স্কোয়াডে যুক্ত করেছে চেন্নাই। এবারই প্রথম আইপিএলে ডাক পেলেন ডানহাতি এই পেসার। এর আগে কখনোই আইপিএল না খেললেও বিপিএল, দ্য হান্ড্রেড, বিগ ব্যাশ, আইএল টিটোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে গ্লিসনের। তবে গ্লিসনকে সরাসরি মোস্তাফিজের বদলে আনা হয়নি। উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ের ইনজুরিতে পড়ায় তাৎক্ষণিক ইংলিশ পেসারকে স্কোয়াডে ভিড়িয়েছে চেন্নাই। কারণ, ইনজুরির কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন কনওয়ে। ২০২২ সালে ৩৪ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক হয় গ্লিসনের। ইংলিশদের হয়ে মাত্র ৬টি আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯টি। তবে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলার সুযোগ হয়নি বর্তমানে ৩৬ বছর বয়সী এই পেসারের। চলতি মৌসুমে চেন্নাইয়ের হয়ে দারুণ খেলছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ৫ ম্যাচে টাইগার পেসারের শিকার ১০ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধডি মারিয়ার বাংলাদেশে আসা পিছিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধপটিয়ায় বেলখাইন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন