মেয়েদের হ্যান্ডবলে মালদ্বীপকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফিতে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই মালদ্বীপের জালে গোলের স্রোত বইয়ে দিল মেয়েরা। দ্বিতীয়ার্ধেও তা অব্যাহত থাকে। পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের শনিবার অনূর্ধ্ব১৭ বিভাগে মালদ্বীপকে ৪৮১০ গোলে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। প্রথমার্ধে মালদ্বীপের জালে ২৭ গোল দিয়ে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। এ অর্ধে মাত্র পাঁচবার বাংলাদেশের জালের নাগাল পায় মালদ্বীপ। দলের জয়ে সর্বোচ্চ ১৬টি গোল করেন বাংলাদেশ দলের অধিনায়ক মোসাম্মত মারফি। ১০টি গোল রুনা লায়লার। এছাড়া দীপা রানী লক্ষ্যভেদ করেন ৭ বার। মালদ্বীপের হাওয়া বিনিথ করেন সর্বোচ্চ ৪টি গোল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোববার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অনূর্ধ্ব১৯ বিভাগেও মালদ্বীপকে ৩৮২১ গোলে হারিয়েছে মেয়েরা। প্রথমার্ধে দল এগিয়ে ছিল ১৯৯ গোলে। দলের হয়ে সর্বোচ্চ ১২ গোল করেন সানজিদা আক্তার। আজ রোববার এই বিভাগেও নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলা স্থগিত
পরবর্তী নিবন্ধসিরিজ হারল বাংলাদেশের যুবারা