মেয়েদের ত্রিদেশীয় সিরিজ হচ্ছে না

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলংকায় ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে তিন জাতির সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত সিরিজটি হচ্ছে না। তবে ত্রিদেশীয় সিরিজটি না হলেও লঙ্কানদের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেই লক্ষ্যে ইদ-উল-ফিতরের পরে মেয়েদের প্রস্তুতি ক্যাম্প আয়োজনের কথা ভাবছে বিসিবি’র নারী ক্রিকেট উইং। বাংলাদেশ নারী ক্রিকেট উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘জুনে আমাদের শ্রীলংকা যাওয়ার কথা ছিল। বিষয়টি এখন পুরোপুরি পরিস্থিতির উপরে নির্ভর করছে। আমরা শ্রীলংকা সফর সামনে রেখে ইদের পরে ক্যাম্প শুরু করব। শুরুতে পরিকল্পনা ছিল পাকিস্তান, শ্রীলংকার বিপক্ষে আমরা ওখানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলব কিন্তু পাকিস্তান সাড়া দেয়নি। তাই আমরা শুধুই শ্রীলংকার বিপক্ষে খেলার কথা চিন্তা করছি।’

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা মুসলিমদের সমর্থনে ওজিলের টুইট
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচের ব্যাটিংয়ে আশা দেখছেন শান্ত