মেসির জার্সি গায়ে জাতীয় দলের অনুশীলনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান দুজনেই আর্জেন্টিনার সাপোর্টার। শুধু আর্জেন্টিনার সাপোর্টার বললে ভুল হবে। দুজন লিওনেল মেসির দারুন ভক্ত। চট্টগ্রাম টেস্ট শেষে সাকিব বিকেলে রাজধানীতে ফিরে মাঝ রাতে গাড়িতে চেপে আর্জেন্টাইন সাপোর্টারদের বিজয় মিছিলে শরিক হন।

আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সাকিব হাসিমুখে গাড়ি চালাচ্ছেন, সে ছবিও ফেসবুকে আলোড়ন তুলেছে। গতকাল মঙ্গলবার সাকিব আবারও মেসি ভক্তের বড় নিদর্শন দেখালেন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনে সবাই যখন জাতীয় দলের প্র্যাকটিসের জার্সি গায়ে চাপিয়ে আসলেন, সেখানে অধিনায়ক সাকিব আল অনুশীলনে নামেন আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে। স

তীর্থদের সঙ্গে শেরে বাংলায় কিছুক্ষণ ফুটবল খেলে অনুশীলন করেন সাকিব আল হাসান। এ সময়ই শরীরে মেসির ১০ নম্বর জার্সিটি চাপিয়ে নেন তিনি। এমনকি মেসির মত পেনাল্টি শট নিতেও দেখা যায় তাকে।

বড় তারকা ও দর্শক নন্দিত সাকিব দেখালেন তিনিও কম মেসিপ্রেমি নন। ফুটবল খেলার বাইরে অনুশীলনের অন্য কার্যক্রমে সাকিবকে জাতীয় দলের প্র্যাকটিস জার্সি গায়েই দেখা গেছে ।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রভাতী কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন