মেঠো পথের গানের বিশেষ প্রদর্শনী ১৩ জুন

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চলচ্চিত্র সংসদ কর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসবে শৈবাল চৌধূরী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘মেঠো পথের গান’ প্রদর্শিত হবে ১৩ জুন ২০২৩ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির (ঢাকা) জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

কিংবদন্তী লোকশিল্পী আবদুল গফুর হালীর জীবন ও কর্ম অবলম্বনে প্রামাণ্যচিত্রটি শৈবাল চৌধূরী নির্মাণ করেন ২০১০ সালে। ছবিটি দেশে ও বিদেশের অনেক জায়গায় বিভিন্ন সময়ে প্রদর্শিত হয়েছে। শৈবাল চৌধূরী কবিয়াল ফণী বড়ুয়া, নৃত্যগুরু রুনু বিশ্বাস, লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এবং মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফীকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। ভূমিকম্পের পরে নামে একটি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রও তিনি নির্মাণ করেছেন ২০১৮ সালে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবন্দর চেয়ারম্যানের সাথে বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোর নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সুইফ ফেস্টিভ্যালে ইনান্নার অ্যাওয়ার্ড জয়