মেঘ বিজলী

মনজু আলম | সোমবার , ২০ জুন, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

আকাশ পাড়ে মেঘ জমেছে
বিজলী চমক জ্বালে,
খানিক বাদে বৃষ্টি হয়ে
পড়বে টিনের চালে।
মেঘ গুড়-গুড় শব্দ শুনে
বুকটা মায়ের কাঁপে,
কই রে খোকা মাঠ থেকে দেখ
ফিরল কি তোর বাপে?

উঠোন জুড়ে কাপড় উড়ে
দড়ির সাথে ঝুলে,
আনতে তা মা ছুটল সেথায়
বজ্র ভীতি ভুলে।
কই যে গেলো হাঁস মুরগী সব
নেই যে কোথাও সাড়া,
তই তই তই ডাকে মায়ে
তুলল মাথায় পাড়া!

তুমুল ঝড়ো হাওয়া এলো
দোর জানালা সাঁটো,
জল জোয়ারে ভেসে যাবে
উঠোন পুকুর মাঠও।

পূর্ববর্তী নিবন্ধসুন্নিয়া মাদরাসা সংলগ্ন রাস্তাটি সংস্কার করা হোক
পরবর্তী নিবন্ধজয় হোক আগামীর