পাগল হাওয়ায় লিখিল মনের দুঃখ
বিপন্ন সময়, আশাভঙ্গের বেদনা তার।
বেদনার যত ভার
অশরিরী আয়নায় ভাসে যেভাবে ভেসেছে
রক্তভেজা অভিমান, মৌন ও বধির।
পাগল জলের ধারায় লিখেছে মন,
ক্লান্তিহীন সময়ের বিবরণ
যে জলধারা দেখে না কেউ, যার ঢেউ এসে লাগে
মায়ের আঁচলে।
পাগল লিখিল নিখাদ বালিতে, তার আরো কতকথা
গিলগামেশের ভাষা যেন। একার ভিড়ে সে বুঝি আজ
অসংখ্য হয়েই মিশে আছে মুক্তির বাসনা বুকে।
সে লিখিল “আমাকে ফেরৎ দাও পুরাতন সংবিধান,
যেখানে রাষ্ট্রের কোনো ধর্মই ছিল না,
ধর্মই ছিল না, যেখানে রাষ্ট্রের কোনো ধর্মই ছিল না”।