মূল্যবোধের অবক্ষয় রোধে সবাইকে কাজ করতে হবে

লেডিস ক্লাবের অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে চট্টগ্রাম লেডিস ক্লাব। এতে আলোচকরা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বেই আমরা এদেশের মুক্তি ও স্বাধিকার লড়াইয়ে বিজয় লাভ করেছি। অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে পুরুষদের সাথে কাঁধ মিলিয়ে নারীদেরও সম্মিলিত প্রয়াসে কাজ করতে হবে। নারীদের অহংকারের জায়গা তৈরি করতে হবে। আমরা বাঙালিরা প্রত্যেকেই সোনার মানুষ। সোনার মানুষরাই পারে দেশকে সোনার বাংলায় পরিণত করতে। মূল্যবোধের অবক্ষয় রোধে সবাইকে কাজ করতে হবে।
গতকাল বুধবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় সভার শুরুতে শহীদজায়া বেগম মুশতারী শফীসহ সাম্প্রতিক সময়ে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অভিনন্দন জানানো হয় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত দুই গুণী ব্যক্তিত্ব শামসুন্নাহার রহমান পরাণ ও প্রফেসর হাসিনা জাকারিয়া বেলাকে।
আলোচনায় অংশ নেন ক্লাব উপদেষ্টা জয়নাব বেগম, সেরীনা তাহের, সাবেক সভানেত্রী জিনাত আজম, সাবিহা মুসা, পারভিন জালাল, সৈয়দা শামীম কাদের সুরমা, পারভিন চৌধুরী, রওশন আরা ইউসুফ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গুণী দুই ব্যক্তিত্ব জাহান আখতার হোসাইন ও রোকেয়া জামান। স্বরচিত কবিতা পাঠ ও কথামালায় অংশ নেন ডা. আরিফা চৌধুরী, লায়লা ইব্রাহিম বানু, আশরাফুন্নেসা, হাজেরা আলম মুন্নী, আক্তার বানু ফ্যান্সী, কোহিনুর হোসাইন, মুনিরা হুসনা, নাজনীন আরা, সাকেরা সাদেক, শাহেদা আখতার নাসরীন, জাহানারা বেগম, মর্জিনা আখতার, রেহানা আকতার করিম, মরিয়ম বেগম, রোকেয়া আহমেদ, ইসমত আরা বেগম, রোকেয়া চৌধুরী, রওশন আক্তার লুসী, সামশুন নাহার করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধফতেপুরে মাদ্রাসায় অগ্নিকাণ্ড