আমি নিশ্চুপ বলে তুমি জিতে গেলে।
কেড়ে নিলে আমার আকাশের চাঁদ।
আমার এই নিশ্চুপ থাকা টা আমার কাছে অভিশাপ হলেও,
সেই অভিশাপই হয়ে উঠল তোমার আশীর্বাদ।
মূকদের ভালোবাসাটা অপরাধ।
ভুল টা আমারই হয়েছে,
কেন যে আমি ভালোবাসতে গেলাম কে জানে।
এটা তো সমাজ মেনে নেবে না, তাই না?
ইচ্ছে হলে কি হবে,
তোমার মতো মেয়েদের কাছে তো আমরা বারবার হেরে যায়।
তোমরাই তো ছিনিয়ে নাও চাঁদ।
মূকদের পাওনা টুকু কেবল চাঁদের রশ্মিতেই সীমাবদ্ধ।
আর কোন মূক যদি সেই চাঁদ টা পেয়ে যায়,
তবে সে ভাগ্যবতী।