বরিষ ধরা মাঝে

মারজিয়া খানম সিদ্দিকা | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৩৬ পূর্বাহ্ণ

টুপ টুপ টুপ বৃষ্টি পড়ে সারাদিনমান

জল থৈ থৈ জল থৈ থৈ গোমড়া মুখে আসমান।

মেঘ গুড়গুড় ডাকে দেয়া

ভাসে না তরী মেলে না খেয়া

এই চারিধার পাতার বাহার মন তো পড়ে রয়

কাজে যে আর মন বসে না শুধু যে সময় ক্ষয়।

কতো না স্মৃতির পাতা খুলে

মন হারালো শৈশব কালে

সেই বরষা এই বরষা তফাৎ কোন নাই

ফারাক শুধু অবয়বে

কথার বচন সবই রবে এটুকুনই ঠাঁই।

অতীত মুছে মনটি আবার চকিত ফিরে এলে

তারই সাথে চিরহরিৎ হৃদয় আমার

দোদুল দোল খেলে।

পূর্ববর্তী নিবন্ধমূক
পরবর্তী নিবন্ধবলরে আমায় বল?