মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতির মতবিনিময় সভা

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকালে এক মতবিনিময় সভা শাখার সভাপতি কাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রাম দেওয়ানহাট মক্কা টাওয়ার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজী ইউসুফ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী সরওয়ারে আলম। চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- কাজী জাহেদ আলম, কাজী এহছানুল হক মুনিরী, কাজী ইকরামুল হক, কাজী রুস্তম আলী, কাজী গিয়াস উদ্দীন, কাজী মুফিজুর রহমান, কাজী আবদুর রহীম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, আগামী ৩০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঢাকার রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে জাতীয় শোক দিবসের আলাচনা সভা কাজী সমাজের স্বার্থ রক্ষা দাবি দাওয়া আদায়ের লক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধভাবে যোগদান করে সমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহতদরিদ্রের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটি
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটি ইংরেজি বিভাগের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা