মুসলিম উম্মাহর ঐক্য প্রয়োজন

বকসু নগরে মাহফিল

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:৩৭ পূর্বাহ্ণ

পতেঙ্গা ইসলামিয়া ডিগ্রি মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান বলেছেন, দুনিয়ায় ইসলামের আগমন ঘটেছে ঐক্যের পয়গাম নিয়ে। অনৈক্য ও বিশৃঙ্খলার আবর্তে মানবজাতি যখন পর্যুদস্ত, তখন ইসলাম মুসলমানদের আদেশ দিয়েছে ‘তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ কর।’ আল্লাহতায়ালা মুসলমানকে সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে আদেশ করেছেন। তার একটি বড় কারণ হলো, শুধু আনুষ্ঠানিকতা, ব্যক্তিগত ইবাদত-বন্দেগির মাধ্যমে ইসলামের দাবি পূরণ হয় না। ইসলামের মূল লক্ষ্য পৃথিবীকে জঞ্জাল ও কলুষমুক্ত করা। এ পথে সামগ্রিক ও সর্বাত্মক ঐক্যই হচ্ছে তাদের মূল হাতিয়ার।
গত বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানার বকসু নগর যুব পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেজাম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে আলোচনা করেন খতিব মাওলানা হাফেজ কুতুব উদ্দিন জব্বারী, খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনে পড়ে বাবাকে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা