মুনিরীয়া যুব তবলীগের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়ার ইন্তেকাল

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৪:৪৪ পূর্বাহ্ণ

খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিআল্লাহু আনহু প্রতিষ্ঠিত সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া গতকাল সোমবার রাত ৮.৩৫ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তিনি ফটিকছড়ির নানুপুর লায়লাকবির ডিগ্রি কলেজের জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক ছিলেন। আজ সকাল ১০টায় রাউজানের মোহাম্মদপুর মুহিউল উলুম মাদ্রাসা সংলগ্ন ইদগাঁহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। অধ্যাপক ফোরকান মিয়ার ইন্তেকালে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ হতে গভীর শোক প্রকাশ ও মহান আল্লাহর দরবারে খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহুর আনহুর উছিলায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়েছে। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন নানুপুর লায়লাকবির ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি ফখরুল আনোয়ার, কলেজের শিক্ষককর্মচারী, ওমরগণি এমএইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মসজিদের মাইকে লোক ডেকে’ চারজনকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধ৫৪০ বোতল ফেনসিডিলের মামলায় মাইক্রোবাস চালকের যাবজ্জীবন