মুজিব হলেন চিরসবুজ
ইতিহাসের নায়ক
হ্যামিলনের বাঁশিঅলা
বজ্রকণ্ঠের গায়ক।
মুজিব হলেন ইতিহাসের
নিজেই ইতিহাস
সবুজমাখা দূর পাহাড়ের
সজীব দূূর্বাঘাস।
মুজিব হলেন সবুজ ঘাসের
শিকড় ধরা মাটি
সবুজ হয়ে মিশেই আছেন
বিশুদ্ধতায় খাঁটি।
মুজিব হলেন বৃষ্টি কণা
আবার সতেজ রোদ
সবুজ হয়ে বাঙালিদের
জাগান বিবেকবোধ।