মুজিবাদর্শের সাহসী সৈনিক ছিলেন রফিকুল আলম

রফিকুল আলমের মৃত্যুবার্ষিকীতে আবদুচ ছালাম

| মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহবায়ক মরহুম রফিকুল আলম ছিলেন মুজিবাদর্শের সাহসী সৈনিক। আওয়ামী লীগের দুঃসময়ে তিনি এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে সাহসী ভূমিকা রেখেছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ এলাকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত সোচ্চার। যেখানেই অন্যায়, অবিচার হোকনা কেন তিনি এলাকার জনসাধারণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত যে কোন কর্মসূচি প্রতিপালনে অগ্রণী ভূমিকা রেখে নিজেকে মুজিবাদর্শের একজন পরীক্ষিত কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক রফিকুল আলমের ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জেয়ারত ও ফুলের দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর সমবেত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, হাসান মুরাদ চৌধুরী, নুরুল ইসলাম, আজম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিশোরীকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তৃণমূলে পৌঁছে গেছে