একটি সূর্য ওঠা দেখবো বলে
আমাদের তৈরি হতে হয়েছিল খোকা একটি ফুল ফোটা দেখব বলে
আমাদের শেখানো হলো শত্রুদের রোখা আমরা দেখেছি একটি তর্জনী
দৃঢ়
আমাদের বলেছিল তৈরি থাকতে
কবি যদি হুকুম দেবার নাও পারে
সমগ্র পথ ভিজিয়ে দিতে রক্তে।
ভালোবাসার সম্বোধন ভাইয়েরা আমার শিখিয়ে দিলো মুক্তির মন্ত্র যত
পিঠ ঠেকে গেল তার বিদ্ধ দেয়ালে
দেশ স্বাধীন করতে বাঙালি রক্তরঞ্জিত।
স্বাধীনতার পতাকায় এসে বসে একটি শুকশালিক
বিরাণ ভূখণ্ড রক্তে হলো ভেজা
মুক্ত জাতি মুক্ত বাতাস মুক্তকণ্ঠ
নয়টি মাসে স্বাধীন হওয়া ছিল না মোটেই সোজা
স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলো তো সাত মার্চ
স্বাধীনতা পেয়ে তুমি হারা দেশে মনে ছিল হাঁসফাঁস
কোথায় মুক্তি কোথায় কবি মুজিববিহীন শ্মশান দেশে কিসের বসবাস।