মুজিববর্ষ ফুটবলের ফাইনালে পুতু একাদশ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৫১ পূর্বাহ্ণ

মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্টে সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে আবু তাহের পুতু একাদশ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা পুতু একাদশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গতকাল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে । রফিক আহমদ চৌধুরী একাদশকে পরাজিত করে শুভ সুচনা করেছিল। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেই একই ব্যবধানে এস এম কামাল উদ্দিন একাদশকে পরাজিত করে সবার আগে ফাইনাল নিশ্চিত করে আবু তাহের পুতু একাদশ। অপরদিকে টানা দুই ম্যাচে হারল এস এম কামাল উদ্দিন একাদশ। আগের ম্যাচে ডা. কামাল এ খান একাদশের কাছে টাইব্রেকারে পরাজিত হয়েছিল কামাল উদ্দিন একাদশ। গতকাল ম্যাচের শুরু থেকে দু দলই বেশ চাপ সৃষ্টি করে খেলছিল। তবে গোলের তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি কোন দলই। যদিও খেলার ২০ মিনিটে এগিয়ে যায় এস এম কামাল উদ্দিন একাদশ। ডানপ্রান্ত থেকে রাব্বির বাড়ানো লব ডিবক্সে দাড়ানো অধিনায়ক রনি প্রথমে ডে করলে তা ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোল রক্ষক। তবে ফিরতি বলে আবার রনির হেড। এবার বল জড়ায় জালে। এগিয়ে যায় এস এম কামাল উদ্দিন একাদশ। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করতে পারতো কামাল উদ্দিন একাদশ। কিন্তু ডি বক্সের ভেতর থেকে বোরহানের জোরালো শট দক্ষতার সাথে ফিরিয়ে দেন পুতু একাদশের গোল রক্ষক। তবে খেলার ৩৬ মিনিটে সমতা ফিরিয়ে আনে পুতু একাদশ। পেনাল্টি লাভ করে পুতু একাদশ। আর সে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরায় সাহেদ। ১-১ গোলে সমতার মধ্য দিয়ে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে পুতু একাদশ চড়াও হয়ে খেলতে থাকে । সে সুবাধে দ্বিতীয়ার্ধের ৬ মিনিটেই এগিয়ে যায় পুতু একাদশ। এবার ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান জুয়েল। তাকে প্রতিহত করতে গোল রক্ষক এগিয়ে গেলেও ব্যর্থ হন। কিন্ত জুয়েল কোনাকোনি শটে বল পাঠিয়ে দেন জালে। ২-১ গোলে এগিয়ে যায় আবু তাহের পুতু একাদশ। এরপ আক্রমণের ধার আরো বাড়ায় পুতু একাদশ। তবে গোলে ব্যবধান আর বাড়াতে পারেনি। খেলার একেবারে শেষ দিকে মিজান গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আবু তাহের পুতু একাদশ। এবার বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে রোমান। একজনকে কাঠিয়ে বল বাড়িয়ে দেন ডিবঙে। াঁকায় দাড়ানো মিজান প্লেসিং শটে বল পাঠিয়ে দেন জালে। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি ফাইনালও নিশ্চিত করে আবু তাহের পুতু একাদশ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আবু তাহের পুতু একাদশের মিজানুর রহমান। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ওয়াহিদ দুলাল।
আজ বিকেল পাঁচটায় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে ডা. কামাল এ খান একাদশ এবং রফিক আহমদ চৌধুরী একাদশ।

পূর্ববর্তী নিবন্ধঢাকার ‘৪৫ শতাংশের’ দেহে অ্যান্টিবডি
পরবর্তী নিবন্ধআবু মোহাম্মদ তবিবুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ