পটিয়া থানার বড়লিয়া ইউনিয়ন, পশ্চিম বারৈকাড়া, মুক্তিযোদ্ধা আয়ূব চৌ. ও সাবেক চেয়ারম্যান মরহুম নূর মোহাম্মদ ও মোরশেদ আলম, (বাহার) এই রাস্তা ১৯৬৮ ইং স্থাপিত ছৈয়দ মিয়া ও ঠান্ডা মিয়া চৌ. রোড নামে পরিচিত, বর্তমান এই রাস্তায় বারৈকারা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনুছ আজিজিয়া মাদ্রাসা সংযোগ আছে, এই রাস্তায় হরিণখাইন হওতলা ও বেলখাইন উচ্চ বিদ্যালয় সংযোগ আছে। পটিয়া ১২ আসন এমপি হুইপ শামসুল হক চৌধুরীর কাছে এই রাস্তা মেরামত করার জন্য জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাই।
– নূরুল হক চৌধুরী, সাবেক মেম্বার, বড়লিয়া ইউনিয়ন পরিষদ, পটিয়া।