মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে রাখতে হবে বিতর্কের ঊর্ধ্বে : মেয়র

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৪:৫৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, মসজিদমাদ্রাসায় মিলাদ ও বিশেষ মোনাজাত, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস২০২৪ পালন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)

সকালে টাইগারপাসস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় মেয়র শিশুদের বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালনের আহবান জানান। বলেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। তোমাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তোমাদের হাত ধরে বঙ্গবন্ধুর অসমাপ্ত লড়াই সম্পন্ন হবে, গড়ে উঠবে স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভূমিকাকে ছোট করে দেখাতে ইতিহাস বিকৃতির অনেক অপচেষ্টা হয়েছে। কিন্তু ইতিহাস তার আপন গতিতে উদ্ভাসিত হয়েছে। এজন্য শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, তাদের গড়তে হবে বঙ্গবন্ধুর আদর্শে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে রাখতে হবে বিতর্কের উর্ধ্বে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরেএই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা শিশু দিবস পালন করছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিশুবান্ধব বাংলাদেশ গড়তে চাই। আলোচনা সভায় অংশ নেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর মোঃ আবদুস সালাম মাসুম, জহর লাল হাজারি, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আবুল হাসনাত

মোঃ বেলাল, আতাউল্লা চৌধুরী, গোলাম মো. জোবায়ের, নুরুল আমিন, আনজুমান আরা, রুমকি সেনগুপ্ত, চসিকের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, আইন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসারক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।

আলোকচিত্র প্রদর্শনী:

চসিকের তত্ত্বাবধানে লালদীঘি মাঠে ‘দেশ একটি সম্মিলিত উচ্চারণ’ এর উদ্যোগে ‘পবিত্র ইসলাম ধর্মের জন্মকথা, মুসলিম উম্মাহ ও বঙ্গবন্ধুর চিন্তাধারা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল এর উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। ২৬ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে।

পূর্ববর্তী নিবন্ধআম্মান ও দ্বীনের ‘খণ্ডিত সংশ্লিষ্টতা’ পেয়েছে পুলিশ
পরবর্তী নিবন্ধপ্রতিদিন ইফতারে আড়াই থেকে তিন হাজার মানুষ