‘মুক্তিপণ দিয়ে’ ছাড়া পেল চকরিয়ায় অপহৃত ব্যবসায়ী

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

‘মুক্তিপণ দিয়ে’ ছাড়া পেয়েছে কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত ব্যবসায়ী নুরুল আবছার (৩৫)। অপহরণের ৫ দিন পর গতকাল রোববার ভোররাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের মোটা অংকের ‘মুক্তিপণ দিয়ে’ অপহৃত ব্যবসায়ী নুরুল আবছার ছাড়া পেয়েছে বলে জানান তার স্বজনরা। নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃত ব্যবসায়ী নুরুল আবছারের স্বজনরা দাবি করেন, প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ দিলে অপহরণকারীরা গহীন অরণ্যে আবছারকে মুক্তি দেয়। পরে সেখান থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তারা।
অপহরণকারীর কবলে পড়া ব্যবসায়ী নুরুল আবছার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাক্কুমপাড়া এলাকার হাজী ছৈয়দ নূরের ছেলে ও খুটাখালী স্টেশনের নুর হোটেলের মালিক। গত ২ মার্চ দুপুরে আলীকদম থেকে চকরিয়া হয়ে বাড়ি ফেরার পথে হাঁেসরদীঘি এলাকা থেকে নিখোঁজ হন ব্যবসায়ী আবছার। এই নিখোঁজের বিষয়ে পরদিন ৩ মার্চ চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে অপহৃত ব্যবসায়ী ছাড়া পেতে আইনশৃক্সখলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধশিশির ও মৌ’র নতুন পথচলা আজ থেকে