মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের ডিটিই ক্যাম্প ত্রাণ বিতরণ ও তালগাছ রোপণ

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবের উদ্যোগে মীরসরাই উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ ও তালগাছ রোপন করেছে লায়ন্স ক্লাব। গত শনিবার নয়দুয়ারিয়া দিঘীর পাড়ে লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাই ও খুলশীর আয়োজনে ১০৪৯ জন রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। এতে ২৫৮ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এদিকে সকালে উপজেলার খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ। লায়ন্স ক্লাব অব মীরসরাইয়ের সেক্রেটারী লায়ন ইজ্ঞিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু এবং ত্রাণ বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল।
বক্তব্য রাখেন জিএলটি কো-অর্ডিনেটর লায়ন ওসমান গনি, লায়ন ওয়াহিদা জেসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, লায়ন তাহের আহমদ, লায়ন ইউসুফ চৌধুরী, লায়ন মিনহাজ উদ্দিন চৌধুরী এবং লায়ন মো. আসলাম। উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন কামরুন মালেক, মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, আকবর আলী চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, কোহিনূর কামাল, শওকতুল ইসলাম, হারুন ইউসুফ, ডক্টর কামাল উদ্দিন, তারেক কামাল, এজেএম সাইফুল ইসলাম টুটুল, ইলিয়াস সিরাজী, আব্দুল মন্নান, হাসান আকবর, হাসান মাহমুদ, আরিফুর রহমান, এম এইস রানা, মাঈন উদ্দিন, কামরুল আলম, কামাল উদ্দিন, আরশাদুল রহমান, কামরুল ইসলাম, ওয়াহেদ উল্লা, নুর নবী পাটোয়ারী, মাইন উদ্দিন জিলাল, পারভীন মাহমুদ, রাশেদা আক্তার মুন্নি, জহির উদ্দিন, সরোয়ার লাভলু, জাহান আরা বেগম প্রমুখ। ত্রাণ বিতরণ কর্মসূচির যৌথ আয়োজক লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই, চিটাগং খুলশী এবং শৈবাল। এরপর লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাই ও গবেষণা প্রতিষ্ঠান নয়াদালানের উদ্যোগে তালের গাছ রোপন করা হয়। খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, অপকা অটিজম সেন্টার, বজলুস সোবহান উচ্চ বিদ্যালয় এবং নয়াদুয়ারিয়ায় তালের চারা রোপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবীকে (দ.) স্বাগত জানিয়ে বিভিন্নস্থানে জুলুস
পরবর্তী নিবন্ধসেন্ট্রাল রোটারি ক্লাবের অভিষেক ও সম্মাননা