ঈদে মিলাদুন্নবীকে (দ.) স্বাগত জানিয়ে বিভিন্নস্থানে জুলুস

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

মদিনা মসজিদ : গাউছিয়া কমিটি মদিনা মসজিদ ইউনিটের সহযোগিতায় শেখ আহম্মেদ সওদাগর জামে মসজিদ ও মদিনা মসজিদের যৌথ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) স্বাগত জানিয়ে এক জুলুছ মদিনা মসজিদ হতে শুরু হয়ে দিদার মার্কেট শেষ হয়। জুলুছে নেতৃত্ব দেন মহানগর গাউছিয়া কমিটির সেক্রেটারি মওলানা আবদুল্লাহ। উদ্বোধন করেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন আহমেদ। সার্বিক তত্বাবধানে ছিলেন শাহাদাত হোসেন চৌধুরী রুমেল ও জাহাঙ্গীর আলম। মুনাজাত পরিচালনা করেন মওলানা জসিম উদ্দিন আলকাদেরী। স্বাগত বক্তব্য রাখেন মওলানা নুরুল্লাহ রায়হান। এসময় উপস্থিত ছিলেন আলহাজ আবুল কাশেম চিশতী, লায়ন আবু নাসের রণি, সিরাজুর রহমান, হাজি আব্দূস সাত্তার, মওলানা মাসূদূল হক, হাফেজ মাহমুদুল করিম, মওলানা রফিকুল ইসলাম কাদেরী প্রমুখ।

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় গত শনিবার সকালে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে জশনে জুলুছের আয়োজন করেন গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখা ও আওতাধীন সকল ইউনিয়ন কমিটি। স্বাগত র‌্যালি উদ্বোধন ও জুলুসে নেতৃত্ব দেন গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলার সভাপতি হাসানুর রশীদ রিপন। প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মো. হাবিবুল্লাহ। প্রধান বক্তা ছিলেন মাওলানা ফজলুল করিম আনোয়ারি। বিশেষ অতিথি ছিলেন শফিকুর রহমান, অধ্যক্ষ আবদুল খালেক শওকি, মনির আহমদ চৌধুরী, কাজী মাহমুদুল হক নঈমী, নাজিম উদ্দীন চৌধুরী প্রমুখ। জুলুছটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দক্ষিণ রাউজান গাউসিয়া কমিটি : রাউজানে পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে জুলুছ করেছে উপজেলা দক্ষিণ শাখা গাউসিয়া কমিটি। গত শনিবার উপজেলার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু করা জুলুছে শত শত মানুষ অংশ নেয়।
কাপ্তাই সড়কের মদুনাঘাট পর্যন্ত আট কিলোমিটার এলাকা শোভাযাত্রাটি নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উদ্বোধন করেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটির(দক্ষিণ) সভাপতি আবু বক্কর সওদাগর। সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা শাখা গাউসিয়া কমিটির সভাপতি জমির হোসাইন মাস্টার। প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন আহসান হাবিব চৌধুুরী, অধ্যাপক গোফরান উদ্দিন। বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, মুহাম্মদ জাহেদুল হক, সৈয়দ মুহাম্মদ হোসেন, অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আল কাদেরী, মিজানুর রহমান, জিল্লুর রহমান হাবিবী, অধ্যক্ষ সৈয়দ শওকত হোসাইন, আজম আলী, আহমেদ সৈয়দ, হাবিবুল ইসলাম চৈাধুরী, জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ ওমর ফারুক, কামাল উদ্দিন, আজিজুল হক, আজম কোম্পানী,আশেক বিন আব্দুল আজিজ, এরশাদ মুন্না, ফিরোজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নওশাদ হোসেন, তসলিম উদ্দিন, নুরুল হাকিম নিয়াজ, বেলাল উদ্দিন, মুহাম্মদ আলী, মফিজুল আলম শাহ, মোহাম্মদ ইউনুস আলম, আবদুর রহমান সোহেল, ফজল আকবর, আবদুর রহমান শাহেদ, মোহাম্মদ হানিফ চৈাধুরী, আবদুল আল মামুন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ রকি, মোহাম্মদ এসকান্দর, মীর আবু জাহেদ,আলী হায়দার শাহ, আবু কালাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণসহ আটক নিরাপত্তা কর্মী দুদিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে লায়ন্স ক্লাবের ডিটিই ক্যাম্প ত্রাণ বিতরণ ও তালগাছ রোপণ