মীরসরাইয়ে সেগুন কাঠসহ ইউপি সদস্য আটক

আজাদী অনলাইন | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে চোরাই সেগুন কাঠসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে (৩০) ১৮.৩৪ ঘনফুট সেগুন কাট, একটি পিকআপ সহ আটক করে উত্তর বনবিভাগের মীরসরাই রেঞ্জ কর্মকর্তারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালবাড়িয়া স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় আটকৃত গাছ জব্দ করে মীরসরাই রেঞ্জ নেওয়া হয় এবং ইউপি সদস্য মামুন মেম্বারকে পুলিশের কাছে সোপর্দ করে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ।

মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ বলেন, কথিত মামুন মেম্বারকে চোরাই সেগুন গাছসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত গাছের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, উত্তর বন-বিভাগের মীরসরাই রেঞ্জ লোকজন মামুন মেম্বারকে থানায় নিয়ে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরও দিতে পারে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার