মির্জাপুর গৌতমাশ্রম বিহারের সভা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারের আওতাধীন দায়ক/দায়িকাদের সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ ধর্মসারথি ভদন্ত শাসনানন্দ মহাথের। সভায় সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরেন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। সভার সূচি অনুসারে সভাপতির অনুমতিক্রমে সভা শুরু হওয়ার পর সভার সভাপতি বিহার পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ছয় সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করে নতুন পরিষদ গঠনের জন্য সভা থেকে অনুমোদন দেওয়া হয়।
ছয় কমিটির আহবায়ক শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া, সংস্কৃতিক ব্যাক্তিত্ব রনজিত কুমার বড়ুয়া, সমাজকর্মী জয়সেন বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, শিল্পপতি দুলাল কান্তি বড়ুয়া ও অধ্যাপক অনুপ কুমার বড়ুয়া। এই সাবজেক্ট কমিটি নিজেদের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে পদাধিকার বলে অধ্যক্ষ শাসনানন্দ মহাথেরকে সভাপতি, সাংবাদিক কেশব কুমার বড়ুয়াকে কার্যকরী সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ অনুপম বড়ুয়াকে সাধারণ সম্পাদক, সুজন বড়ুয়া মামুনকে সাংগঠনিক সম্পাদক, লোকনাথ বড়ুয়াকে অর্থ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করে দেওয়া হয়। তাঁরা অন্যান্যদের সংযোজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া সিদ্ধান্ত প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে জাল নোটসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়া মুজাফরাবাদ কলেজে ওরিয়েন্টেশন