মিনি সেক্রেটারিয়েট প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হচ্ছে

চট্টগ্রামে সমন্বয় সভায় গণপূর্ত প্রতিমন্ত্রী

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য বিশেষ গুরুত্বারোপ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি গত বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে গণপূর্ত জোন চট্টগ্রামের উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন উন্নয়ন কাজের গতি হারিয়েছে। এখন দ্রুত গতিতে কাজ করে পূর্বের প্রকল্পের কাজগুলো সম্পন্ন করতে হবে। সেদিকে খেয়াল রাখতে হবে। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং রাজস্ব আয়ের প্রধান ক্ষেত্র। এজন্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো সঠিক সময়ে সম্পন্ন করার জন্য সরকার বেশি গুরুত্ব দিয়ে থাকে। সাগর, নদী, সমতল আর পাহাড়ের এ বন্দর নগরীর বাকিলয়ায় হামিদচরে নির্মিত হতে যাচ্ছে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’। সেখানে গড়ে উঠবে চট্টগ্রামের সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্স। সরকারি সকল দপ্তর একসাথে থাকলে মানুষ সরকারি পরিষেবা এক জায়গায় থেকে পাবে। প্রস্তাবিত মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম প্রকল্পের কর্মযজ্ঞ শীঘ্রই শুরু হবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কায়ের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প.ও.বি.প) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতি. প্রধান প্রকৌশলী (স.ও.স) মো. নাছিম খান, অতি. প্রধান প্রকৌশলী (স্বাস্থ্য) খাইরুল ইসলাম, অতি. প্রধান প্রকৌশলী (ই/এম পি এন্ড ডি) আশরাফুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের ‘দুর্নীতির’ কারণেই দাম বাড়ছে : ফখরুল
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে চলচ্চিত্রের ভূমিকা অনবদ্য : তথ্যমন্ত্রী