মা

হুমায়রা হক সুমি | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

মা’দের নিয়ে কিছু কথা বলছি। কেবল আমার মা নয়, সবার মা এর বেলায় এই কথাগুলো প্রযোজ্য। হয় তো বা আপনারা আরো ভালোভাবে জানেন। মা এর জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা, আচার আচরণ ও অভ্যাস সব কিছুই তার বাবার বাড়ি। পরবর্তীতে সেইসব ছেড়ে অপরিচিত সম্পূর্ণ ভিন্ন ঘরের বউ হয়ে নিজ বাড়ি ছাড়ে। পৃথিবীতে এতে বড় ত্যাগ আর কিছুই হতে পারে না। শ্বশুর শ্বাশুড়ি ননদ দেবরকে নিয়ে নিজেকে মানিয়ে চলতে হয় সারাটা জীবন। এই বিষয়টি লিখে বুঝানো অনেক কঠিন। তবে সংক্ষেপে বলা যায় জীবনের ঝুঁকি নিয়ে শ্বশুর বাড়ির বংশের ধারাবাহিকতা রক্ষা করে চলে প্রত্যেক মা। এটি মনুষ্য সমাজের সবচেয়ে বড় ত্যাগ। সৃষ্টি কর্তার পক্ষ থেকেও তা বলা হয়েছে। সব মা পরিবারে সব জয় করে নিয়ে মানব জাতির অস্তিত্বে নিজ অবস্থান জানিয়ে দেয়। আমরা সবাই যেন মাদের ত্যাগ সব সময় মনে রাখি।

পূর্ববর্তী নিবন্ধযাকাতের মাধ্যমে গরীবদের হক আদায় করুন
পরবর্তী নিবন্ধবিশ্ব অটিজম সচেতনতা দিবসের ভাবনা