মা-ভাইয়ের পর এবার চলে গেলেন সাইফুলও

উত্তর কাট্টলীতে অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৪:২৬ পূর্বাহ্ণ

নগরীর উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে সাইফুল ইসলাম নামে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। ঘটনার ১১ দিনের মাথায় অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। গতকাল সকাল ৬টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নগরীর আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাইফুল মরিয়ম ভবনের ৬ তলার ফ্ল্যাটের বাসিন্দা মিজানুর রহমানের ছোট ভাই। ঘটনার পরদিন তাদের মা পেয়ারী বেগম চমেক হাসপাতালের আইসিইউতে মারা যান। আর এর কয়েকদিন পর ঢাকায় মৃত্যু হয় মিজানুর রহমানের। গতকাল সাইফুলের মৃত্যুর মাধ্যমে পরিবারটির ৩ সদস্য চলে গেলেন। উল্লেখ্য, মরিয়ম ভবনের ওই ফ্ল্যাটে স্ত্রী বিবি সুলতানা এবং দুই সন্তান মাহির-মানহাকে নিয়ে থাকতেন মিজানুর রহমান। মিজানুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। তবে অক্টোবর থেকে বাসার একটি রুম রিয়াজুল ও সালমা জাহান দম্পতিকে সাবলেট হিসেবে ভাড়া দেয়া হয়।
ঘটনার কয়েকদিন আগে গ্রামের বাড়ি নোয়াখালী থেকে মা পেয়ারী বেগম, ভাই সাইফুল ইসলাম ও বোন সুমাইয়া মিজানুরের বাসায় আসেন। ৯ নভেম্বর রাতে ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মিজানুরের পরিবারের একজনও আগুনের লেলিহান শিখা থেকে রেহায় পায়নি। আর নিজেরা দগ্ধ হলেও চার দিনের নবজাতককে বাঁচাতে সক্ষম হন রিয়াজুল-সালমা জাহান দম্পতি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসারাদেশে ২৪ ঘণ্টায় ২৮ মৃত্যু