মা বাবা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক

বাঁশবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৭:১০ পূর্বাহ্ণ

বাড়িই হচ্ছে একটি শিশুর প্রথম স্কুল এবং মা বাবা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক। শিক্ষার মানোন্নয়নে মা বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। গতকাল দক্ষিণ বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দিদারুল আলম একথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে মো. শওকত আলী জাহাঙ্গীর বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন, বাবা মায়ের পড়ে একটি শিশু সবচেয়ে বেশি সময় যাদের সঙ্গে ব্যয় করে তারা হলেন শিক্ষক। এজন্য শিশুদের মেধা বিকাশে শিক্ষকদের দায়িত্ব অনেক।

পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আব্দুর বারেক সওদাগর, আরশেদ মাহমুদ, তাহের সওদাগর, আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মামুন, কামরুজ্জামান, পেয়ার আহম্মদ, জয়নাল আবেদীন, রাসেদ, টিটু, মামুন, আদিল চৌধুরী, আশ্রাফ, রবিন, ইউপি সদস্য সফিউল আলম, নাজমুল হোসেন, কহিনুর আক্তার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধনিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন মেনে নেবে না
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভুয়া ডাক্তারকে লাখ টাকা অর্থদণ্ড