মা আমাদের জীবনের উজ্জ্বল নক্ষত্র

ইশা ছিদ্দিকা ববী | বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

অতি ক্ষুদ্র সাধারণ একটা শব্দ মা। কিন্তু এই ছোট শব্দটার পেছনে লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা হাজার হাজার দায়িত্ব। হ্যাঁ এই মা শব্দটা আমাদের হৃদয়ের গহীনে একটা পবিত্র শব্দ। মা শব্দটা ভালোবাসায়, মমতায়, স্নেহ কণা দিয়ে গড়া। মা শব্দটা নিঃস্বার্থ নামক পবিত্র জল দিয়ে গড়া। পৃথিবীতে সব ভালোবাসার পেছনে একটা কারণ থাকে একটা স্বার্থ থাকে এই স্বার্থ পূরণ না হলে সবাই ছেড়ে চলে যায়। তেমনি মায়ের ভালোবাসায় ও কারণ থাকে থাকে একটা স্বার্থ। একজন মা পৃথিবীর সবচাইতে কঠিন সময় পেরিয়ে, সবচাইতে বেশি কষ্ট করে একটা সন্তানকে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেয়। এই মহান কাজের এক মাত্র উদ্দেশ্য হলো একটায় মা শব্দটা একবার শোনা। হ্যাঁ, এটাই একজন মায়ের স্বার্থ। কিন্তু, এই স্বাথ অন্যদের স্বার্থ থেকে সম্পূর্ণ আলাদা। এই স্বার্থ পূরণ হলে মা যেমনটা সন্তানকে ভালোবাসতেন ঠিক তেমনি না পূরণ হলেও ভালোবাসেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর সাথে লড়ে সন্তানকে পৃথিবীর আলো দেখায়। তেমনি নিজের জীননের শেষ মুহূর্তে পর্যন্ত সন্তানের জন্য লড়ে যান। সবাই স্বার্থ শেষে ছেড়ে চলে গেলেও মা কিন্তু যায় না। তাই তো বলা হয় পৃথিবীতে যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থাকে তবে তা হলো মায়ের ভালোবাসা। হ্যাঁ, তাই তো মায়ের আঁচলের নিচে সন্তানরা সবচাইতে বেশি নিরাপদ। একজন মায়েই পৃথিবীর সবচাইতে মহান ব্যক্তিত্ব। তার ভালোবাসার পরিচয় সে, পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হলো মা। মা শব্দটার মূল্য না বুঝলে তার মতো অদম আর কেউ হতে পারে না। মা শব্দটা আমাদের জীবনের আকাশটার সবচাইতে উজ্জ্বল নক্ষত্র।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদী রক্ষাকল্পে জরুরি পদক্ষেপ চাই
পরবর্তী নিবন্ধবিনোদনের নামে ‘বিজাতীয় সংস্কৃতি চর্চা পরিহার করি