মাহে রবিউল আউয়াল : অনাবিল প্রশান্তি

মাঈন উদ্দীন রুবেল | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

মাহে রবিউল আউয়াল। ছরকারে দু আলম সাইয়্যেদুল মুরসালিন খাতেমুন নবীয়্যিন শফিউল মুজনেবীন রাহমাতুল্লিল আলামিন হাবীবে খোদা হযরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর শুভ আগমন এই মাসে। যিনি শেষ নবী অর্থাৎ খাতেমুন নবী, যার পরে আর কোনো নবী আসবে না, যার শুভাগমনে ধন্য সমগ্র জগৎ, আলোকিত মক্কার মরুপ্রান্তর, যার কারণে চিরভাস্বর মদিনাতুল মুনাওয়ারাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, ‘ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামীন’, অর্থাৎ হে রসূল (সাঃ) সমগ্র জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত হিসেবেই প্র্রেরণ করেছি। ওই আয়াত দ্বারা প্রমাণ করে রসূলে আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আরও ইঙ্গিত বহন করে যে, আল্লাহ যতটুকুর জন্য রব এবং তার প্রিয়বন্ধু হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন ততটুকুর জন্য রহমত। মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে বরকতপূর্ণ ঐতিহাসিক স্মৃতিবিজড়িত রবিউল আউয়ালে সংঘটিত সঙ্গত সে কারণেই এই মাসটি উম্মতে মোহাম্মদী তথা জগতবাসীর কাছে সম্মানিত, তাৎপর্যমণ্ডিত ও মহিমান্বিত এবং খুশি উদযাপনের মাস। এই মাসের শুভাগমনে বিশ্বের ঈমানদার মুসলমানদের অন্তরে প্রবাহিত হতে থাকে এক মুহাব্বতের ফল্‌গুধারা। সবাই অনুভব করে আনন্দ ও এক অনাবিল প্রশান্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণের নবী
পরবর্তী নিবন্ধনবী প্রেমে চট্টগ্রামের মানুষ আজ আনন্দে মাতোয়ারা