নবী প্রেমে চট্টগ্রামের মানুষ আজ আনন্দে মাতোয়ারা

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

‘নবী প্রেমই ঈমান’ রাসূল (স.) এর প্রতি ভালোবাসা দুনিয়া ও আখিরাতের নাজাতের উসিলাহ্‌। রাসূল পাক(স.) সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট। ৫৭০ খ্রিষ্টাব্দে রবিউল আউয়াল মাসে রাসূল পাক (স.) দুনিয়াতে তাশরিফ আনেন। সেইদিন রাসূল পাক (স.)’র আগমনে আল্লাহর সকল সৃষ্টি খুশিতে জুলুস উদযাপন করেছে, শুধুমাত্র ইবলিস শয়তান কান্না করেছিলো। রাসূল (স.)’র আগমন উপলক্ষে মদিনাতুল আওলিয়া চট্টগ্রামের মানুষরা আনন্দে মাতোয়ারা। পুরো চট্টগ্রাম সাজিয়েছে মদিনার রঙে। এর মূল কারণ রাসূল প্রেম। যার কোনো তুলনা নেই, এই প্রেমে যুক্তি প্রদর্শন করাও বৃথা। কারণ প্রেম ভালোবাসা এইসব যুক্তি মানে না। ১২ ই রবিউল আওয়ালকে সামনে রেখে নবী প্রেমিকরা চট্টগ্রামের অলি-গলি সাজিয়েছে। যা আগামী প্রজন্মকে নবী প্রেমিক হতে সাহায্য করবে। ১২ ই রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী, ৯ই অক্টেবর ২০২২ ইংরেজি চট্টগ্রামে অনুষ্ঠিত আনজুমান ট্রাস্টের ব্যবস্থাপনায়, জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স.)’র ৫০ তম আয়োজন, তাই এই নিয়েও বাড়তি আনন্দ বয়ে বেড়াচ্ছে নবি প্রেমিকদের অন্তরে। এইসব আয়োজন আল্লাহ ও রাসূল পাক (স.) এর দরবারে কবুল হোক,সবার দুনিয়া ও আখিরাত উজ্জল হোক।

পূর্ববর্তী নিবন্ধমাহে রবিউল আউয়াল : অনাবিল প্রশান্তি
পরবর্তী নিবন্ধআবার কবে সত্যিকারের সেরা জীব হবো