আবার কবে সত্যিকারের সেরা জীব হবো

কাজী মুহাম্মদ রোকনুজ্জামান | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

‘ডুবন্ত মানবতা, ঘুমন্ত বিবেক, অসহায় মানুষ’। পৃথিবীর সব মানুষের কান্নার শব্দ এক। স্বজন হারানোর বেদনা সবারই এক। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবার রক্তের রংও এক। তাহলে মানুষে মানুষে কেন এ হানাহানি? কেন এই নির্যাতন? দিন দিন মানুষের মন-মানসিকতা বিবেক বিবেচনা যেন লোপ পেতে বসেছে। আগেকার দিনে মানুষ তার মা-বাবা, শিক্ষক, গুরুজনকে কিংবা বড়জনকে কতই ইজ্জত সম্মান করতো? কিন্তু সময়ের পালাক্রমে আমরা যুগের সাথে কিংবা বিশ্বের সাথে তাল মিলিয়ে যতই আধুনিক হচ্ছি, ততই যেন আমাদের বিবেক-বুদ্ধি লোপ পাচ্ছে, হিংসা বিদ্বেষ, হানাহানি বৃদ্ধি পাচ্ছে, যেমন প্রতিদিন খবরের কাগজ উল্টালেই কিংবা টিভি চ্যানেল, অনলাইন চালু করলেই দেখতে পাবেন ছেলে তার মা কে অত্যাচার করছে, পুত্র তা জন্মদাতা পিতাকে খুন করছে, গৃহবধূ নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ তো আছেই ; সকালে ঘুম থেকে উঠেই পত্রিকার পাতা উল্টালে এমন সব নিউজ দেখা যায়। অথচ মহান রাব্বুল আলামীন মানুষকে ‘আশরাফুল মাখলুকাত’ অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, কিন্তু বর্তমানে সত্যি আমরা সেরা জীব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রইল? আবার কবে সত্যিকারের সেরা জীব হবো, মানুষের মতো মানুষ হবো? কবে মানবতা প্রতিষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনবী প্রেমে চট্টগ্রামের মানুষ আজ আনন্দে মাতোয়ারা
পরবর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য