মাহমুদউল্লাহকে নিয়ে তামিমের ‘ছোটগল্প’

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

গুঞ্জনের সূত্রপাত মাস তিনেক আগে। সময়ের সঙ্গে তা ডালাপালা ছড়ায় নানাদিকে। বিপিএল ড্রাফট শেষে সেই ডালপালাগুলি ছেটে দেওয়ার চেষ্টা করলেন তামিম ইকবাল। মাহমুদউল্লাহর সঙ্গে একই দলে জায়গা পাওয়ার পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে তার সম্পর্ক শীতল নয়। একই সুর মাহমুদউল্লাহর কণ্ঠেও। বিপিএলের ঢাকা দল এবার ড্রাফটের আগে দলে নেয় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে। পরে প্লেয়ার্স ড্রাফটে তারা প্রথম ডাকেই নিয়ে নেয় তামিমকে। গত কয়েক মাসে এই দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে দেশের ক্রিকেটে। যেটির সূত্রপাত, গত সেপ্টেম্বরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম নিজেকে সরিয়ে নেওয়ার পর। বিশ্বকাপের দল নির্বাচনী সভায় মাহমুদউল্লাহ খুব একটা জোর দিয়ে তামিমকে দলে চেয়েছিলেন কিনা, মনোমালিন্যের কারণেই তামিমের অমন সিদ্ধান্ত কিনা, সব মিলিয়ে দুজনের সম্পর্কের অবনতির অনেক জল্পনা শোনা গেছে দেশের ক্রিকেটে, উঠে এসেছে নানা সংবাদ মাধ্যমে। সেই দুজন যখন বিপিএলের এক দলে, বাড়তি আগ্রহের জায়গা তৈরি হয়ই। ড্রাফট শেষে তামিম যখন মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের, এই প্রসঙ্গ উঠল অনুমিতভাবেই। তামিম উত্তর দিলেন একটা গল্প শুনিয়ে। ‘এটাই যদি হতো (মনোমালিন্য), তাহলেৃ আমি ছোট্ট একটা গল্প বলি। তাতেই আপনারা উত্তর পেয়ে যাবেন। আমাকে তো ড্রাফট থেকে নেওয়া হয়েছে। রিয়াদ ভাইকে আইকন হিসেবে (ড্রাফটের আগেই) নেওয়া হয়েছে। আমাকে দলে নেওয়ার পরই রিয়াদ ভাই ফোন করে আমাকে বললেন, ‘তুই তাড়াতাড়ি চলে আয়।’ ‘আমাদের সম্পর্ক যদি এতই খারাপ থাকত, তাহলে তো আমি এখানে আসতাম না। তাই না?’ তামিম দল পাওয়ার পর হোটেলে এসে ড্রাফটে ঢাকার টেবিলে বসেন এবং দল বাছাইয়ে সহায়তা করেন দলের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকা মাহমুদউল্লাহ, হাবিবুল বাশার ও শাহরারিয়ার নাফীসকে। একই প্রশ্ন পরে ছুটে যায় মাহমুদউল্লাহর দিকেও। তিনি ছোট্ট করে বললেন, সবসময়ই উষ্ণ ছিল দুজনের সম্পর্ক। ‘অনেক কিছুই আমার হাতে নেই। লোকে অনেকেই অনেক কিছু ভাবে। আমি সবসময় আমার তরফ থেকে বিশ্বাস করতাম যে বন্ডিং বা সম্পর্ক সবসময়ই ভালো ছিল।’

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিপিএলে চট্টগ্রাম দলে নেই চট্টগ্রামের কোন ক্রিকেটার