হাটহাজারীতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে হাটহাজারী খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় এবং রিলায়েন্স শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল হাটহাজারী পাবর্তী সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় মাদার্শা একাদশ টাইব্রেকারে ৫-৩ গোলে ছিপাতলী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, উত্তরজেলা আওয়ামী লীগে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ মীর মো. কফিল উদ্দিন, সিরাজদ্দৌলা চৌধুরী, সালাউদ্দিন আলী, নেজাম উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি আছলাম মোরশেদ, মোহাম্মদ জাফর, মো. রাশেদ, শাহেদুল আলম শাহীন, হাটহাজারী খেলোয়াড় সমিতির আহ্বায়ক জসিম উদ্দিন বাবুল, যুগ্ম আহ্বয়াক কফিল উদ্দিন মুন্না, নব নির্বাচিত সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহেদ, যুগ্ম আহ্বায়ক লিখন, সদস্য শুক্কুর, মঞ্জু, ছোটন মহাজন, ফারুক ও রিমন সহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার কাবাডি লিগে কাস্টমস ও ১ম বিভাগে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধমাহমুদউল্লাহকে নিয়ে তামিমের ‘ছোটগল্প’