বিপিএলে চট্টগ্রাম দলে নেই চট্টগ্রামের কোন ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:০৩ পূর্বাহ্ণ

দেশের ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) এবারের আসর মাঠে গড়াবে আগামী ২০ জানুয়ারী। এরই মধ্যে টুর্নামেন্টের ছয়টি দল নির্ধারিত হয়ে গেছে। গতকাল অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। ছয়টি দল তাদের পছন্দমত ক্রিকেটার দলে ভিড়িয়েছে। বলা যায় দল গুলো এক রকম চূড়ান্ত করে ফেলেছে এবারের বিপিএলে তাদের পক্ষে কারা কারা খেলবে। দেশি এবং বিদেশী মিলিয়ে বিপুল সংখ্যক ক্রিকেটারের মধ্য থেকে বিপিএলের ছয়টি দল তাদের পছন্দমত ক্রিকেটার দলে ভিড়িয়েছে। এবারের বিপিএলেও আছে চট্টগ্রামের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল প্লেয়ার্স ড্রাফট থেকে তারাও তাদের পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে। তবে এবারের বিপিএলে চট্টগ্রাম দলে নেই চট্টগ্রামের কোন ক্রিকেটার।
এবারের বিপিএলে চট্টগ্রামের যে সব ক্রিকেটার দল পেয়েছে তাদের মধ্যে তামিম ইকবাল খেলবেন ঢাকার হয়ে। তরুণ স্পিনার নাইম হাসান এবং তরুণ উইকেট রক্ষক ইরফান শুক্কুর খেলবেন বরিশালের হয়ে। তরুন ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি খেলবেন খুলনার হয়ে। আর কক্সবাজারের ছেলে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মোমিনুল হক খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ফলে বিপিএলে চট্টগ্রামের ক্রিকেটারদের খেলতে হবে নিজের শহর চট্টগ্রামের বিপক্ষে। চট্টগ্রামের ক্রিকেটার না থাকলেও বেশ ভাল দল গঠন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলে রয়েছে দেশের সেরা তরুন তারকা আফিফ হোসেন ধ্রুব। তরুন স্পিনার নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মুত্যুঞ্জয় চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, আকবর আলী, নাঈম ইসলাম। মুলত তারুন্য নির্ভর দল গঠন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলে বেশির ভাগই তরুন ক্রিকেটার। বিদেশীদের মধ্যে রয়েছে চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকসের মত ক্রিকেটাররা। যদিও দলটিতে খুব বড় কোন তারকা ক্রিকেটার নাই। তারপরও তরুনদের নিয়ে লড়াই করতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও দলে সাব্বির রহমান, নাইম ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের মত অভিজ্ঞরা রয়েছে। দল বদলের পর্ব শেষে এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে কেমন করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

পূর্ববর্তী নিবন্ধমাহমুদউল্লাহকে নিয়ে তামিমের ‘ছোটগল্প’
পরবর্তী নিবন্ধবিপিএলে দল পাননি আশরাফুল-নাসির-বিপ্লব