মাস্ক ব্যবহার প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৪:৩৮ পূর্বাহ্ণ

এক বছর ধরে বিশ্ব কঠিন মহামারি করোনার সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করেছিল মহামারি। সবার সচেতনতার জন্যে কিছু সময় আক্রান্তের পরিমাণ কিছুটা কম ছিল। কিন্তু বর্তমানে জনসচেতনতার অভাবে ও মাস্ক ব্যবহার না করায় আক্রান্ত হওয়ার সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হচ্ছে দুই হাজারের অধিক। এ অবস্থায় আমাদের করণীয় হচ্ছে জনসচেতনতা গড়ে তোলা। শারীরিক দূরত্ব বজায় রাখা। সব কাজে ভিড় এড়িয়ে চলা। এর ফলে করোনা সংক্রমণ অনেকাংশে কমে যাবে। বিশেষ করে মাস্ক ব্যবহার করা অতীব জরুরি। তাই আমাদের উচিত সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করা এবং সতর্কতা অবলম্বন করা। তাহলে সম্ভব মহামারি করোনা থেকে রক্ষা পাওয়া। তাই আসুন মাস্ক ব্যবহার করি, নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি। বিষয়টি অতীব জরুরি।
রাকিব আল হাসান, ১৪ নং শিকারপুর ইউনিয়ন, নজুমিয়া হাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধবয়োজ্যেষ্ঠদের স্থানটা বড্ড নড়বড়ে আজ