মান্না নেই ১৫ বছর

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

পারিবারিক নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার হলেও চলচ্চিত্রের নায়ক হয়ে পরিচিতি পান নায়ক মান্না নামে। ২৩ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন তিন শতাধিক সিনেমায়। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ঢালিউডের এই সুপারস্টার। সেই হিসেবে গতকাল শুক্রবার ছিল মান্নার ১৫তম মৃত্যুবার্ষিকী। খবর বাংলানিউজের।

 

মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে নানান আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। নায়কপত্নী শেলী মান্না বলেন, টাঙ্গাইলে মান্নার গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে উত্তরায় মান্নার নিজের তৈরি বাসভবন ‘কৃতাঞ্জলী’তে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রয়াত স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শেলী। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে বাদ আসর এফডিসিতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনও করা হবে। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। সাদা কালো সিনেমার যুগে জন্ম নেওয়া এই ছেলেটি শৈশবেই দেখেছিলেন বড় পর্দা মাতানোর স্বপ্ন।

পূর্ববর্তী নিবন্ধফুলের রাজ্যে এতিম শিশুদের এক দিন
পরবর্তী নিবন্ধতৃণমূল নেতাকে বিয়ে করতে যাচ্ছেন সুদীপ্তা