মানুষ মানবিক হলেই মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব

জাহিদ তানছির | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

আজ ৭৩তম মানবাধিকার দিবস। মানবাধিকার সার্বজনীন একটা বিষয়। এর প্রাপ্তি সব ক্ষেত্রে সবার জন্য সমান। জাতি সংঘ ঘোষিত ৩০টি ধারায় মানবাধিকারের বিষয়ে পূর্ণাঙ্গ উল্লেখ রয়েছে। যার প্রত্যেকটি ধারা প্রত্যেক মানুষের জন্য সমান গুরুত্বপূর্ণ। যুগের পর যুগ তারই ধারবাহিকতায় মানবাধিকার সুরক্ষায় মানুষ আওয়াজ তুলছে। তার জন্য অনেক অর্জন ও সফলতা যেমন রয়েছে পাশাপাশি কিছু ব্যর্থতাও সমাজকে অস্থির করে রেখেছে। এক শ্রেণীর মানুষ নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অন্যের ক্ষতি করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। আমাদের পারিপার্শ্বিক চিত্র কিংবা সংবাদ মাধ্যমে উঠে আসা এরকম কতশত ভয়াবহতার নজির কারো অজানা নেই। মানুষ কর্তৃক সৃষ্ট খুন, ধর্ষণ, প্রতারণা, মাদক, পারিবারিক কলহের মত ঘটনা পরিবার এবং সমাজের অশান্তির মূল কারণ। অতি সমপ্রতি মহামারী করোনা মানুষের জন্য একটি বড় শিক্ষা। যা মানুষ হিসেবে প্রতিটি জীবনের জন্য গুরুত্বপূর্ণ। মানুষকে মানসিকভাবে সুস্থ হতে হবে। প্রতিটি প্রজন্মের সামাজিক দায়বদ্ধায় বেড়ে উঠা জরুরী। একজন অপরাধীর জন্য আইন প্রয়োগের পাশাপাশি মনস্তাত্বিক উন্নয়নে প্রয়োজনীয় সামাজিক উদ্যোগ পরিবার তথা সমাজকেই নিতে হবে। মানুষের নৈতিক আদর্শ, পারস্পরিক আচরণ, কর্তব্যপরায়ণতা, সামাজিক দায়বদ্ধতা উপলব্ধির জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই কারণ মানুষ মানবিক হলেই কেবল সর্বক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব। লেখক: মানবাধিকার কর্মী।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মানবাধিকার দিবস : কর্মীদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের
পরবর্তী নিবন্ধঅদম্য মেধাবীরা ক্রিমিনাল হিসেবে কেউ আসেনা বিশ্ববিদ্যালয়ে